উপহার হিসেবে গোলাপ
গোলাপ ভালোবাসার ফুল। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সব সময় সবার শীর্ষে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। সে যাই হোক, প্রিয়জনকে গোলাপ উপহার দেয়ার দিন প্রতিদিনই।
ইংরেজি ‘রোজ’ শব্দটির অক্ষরগুলো কিছুটা এলোমেলো করলে তা হয় ‘ইরোজ’। ইরোজ হলেন ভালোবাসার দেবতা। আবার, গ্রিক মিথোলজিতে বলা হয়ে থাকে যে লাল গোলাপ ছিলো দেবী ভেনাসের প্রিয় ফুল। ভেনাস ছিলেন ভালোবাসার দেবী।
লাল গোলাপ চিরকাল ভালোবাসার প্রতীক। প্রিয়তমা স্ত্রীকে উপহার হিসেবে দিতে পারেন একগুচ্ছ লাল গোলাপ। অভিনব উপহারগুলোর মধ্যে গোলাপ অন্যতম। ভালোবাসা দিবসে একগুচ্ছ গোলাপ হাতে হাটু গেড়ে নতুন করে প্রপোজ করুন প্রিয়তমা স্ত্রীকে । আর এর মধ্যে থেকে স্মরণীয় করে রাখুন এই ভালোবাসার সেই দিবসটিকে।